প্রথম ইনিংসে লিড পেল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২৪ মার্চ ২০১৮

আগের দিনই দুই পেসার রাবাদা ও মরকেলের বোলিংয়ে অনেকটা এগিয়ে ছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের শুরুতেই হ্যাজেলহুডকে সাজঘরে ফিরিয়ে লিডের দেখা পায় দলটি। প্রথম ইনিংসে প্রোটিয়াদের করা ৩১১ রানের জবাবে অস্ট্রেলিয়াদের ইনিংস থামে ২৫৫ রানে। ফলে ৫৬ রানের লিড পায় স্বাগতিক শিবির।

আগের দিনের ২৪৫ রানে নিয়ে ব্যাট করতে নামেন অপরাজিত দুই ব্যাটসম্যান পাইন ও হ্যাজেলহুড। তবে খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি হ্যাজেলহুড। আগের দিনের সঙ্গে ৯ রান যোগ করে রাবাদার বলে আমলাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান এই ব্যাটসম্যান। পাইন ১ রান যোগ করে ৩৪ রানে অপরাজিত থাকেন।

এর আগে মরনে মরকেল আর কাগিসো রাবাদার ঝড়ো বোলিংয়ে ২৪৫ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে সফরকারীরা। অস্ট্রেলিয়ার ওপেনার ক্যামেরুন বেনক্রফট করেছেন ৭৭ রান। এক সময় ১৭৫ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বসেছিল দলটি। টিম পেইন আর নাথান লায়ন সফরকারিদের বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। শেষ দিকে নাথান লায়ন ৩৮ বলে ৪৭ রানের এক ঝড়ো ইনিংস খেলে আউট হন।

এদিকে এলগারের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৩১১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।