জুনেই দেরাদুনে আফগানদের বিপক্ষে মাশরাফিদের ওয়ানডে সিরিজ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২১ মার্চ ২০১৮

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান কিংবা এফটিপিতে নেই। আবার মে-জুনে বাংলাদেশের হাতে অখণ্ড অবসর। কোনো সিরিজ নেই। এরই সুযোগটা নিতে চায় আফগানিস্তান। তাদের ইচ্ছা, বাংলাদেশের বিপক্ষে একটি ওযানডে সিরিজ খেলার। তবে সেটা বাংলাদেশে এসে নয়, ভারতের মাটিতে। মাস দুয়েক আগে থেকেই এ নিয়ে গুঞ্জন চলছিল। জানা গিয়েছিল, সিরিজটা হচ্ছেই।

তবে গুঞ্জন যে সত্যি সত্যি, তা জানা গেলো এবার। আফগানদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টিও স্বীকার করলো বিসিবি। জানা গেছে, জুনের প্রথম সপ্তাহেই দেরাদুনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হতে পারে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জাগো নিউজকে জানিয়েছেন এ তথ্য।

১৪ জুন আফগানদের ক্রিকেট ইতিহাসে ঐতিহাসিক দিন। এদিনই টেস্ট ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে পা পড়বে আফগানিস্তানের। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম খেলতে নামবে আফগানিস্তান।

ওই টেস্টের আগেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগ্রহী আফগানরা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে জুনের প্রথম সপ্তাহে তিন ম্যাচের সিরিজ খেলার প্রস্তাব পাঠানো হয়েছে। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ বিকেলে জাগো নিউজকে জানান, ‘আমরা আফগান ক্রিকেট বোর্ডের কাছ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাবে পেয়েছি। ভেন্যু ভারতের দেরাদুন এবং সময়কাল জুনের প্রথম সপ্তাহে।’

এ বিষয়ে বিসিবির মতামত কি? জানতে চাইলে প্রধান নির্বাহী বলেন, ‘আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, সিরিজ খেলতে রাজি। তবে এ বিষয়ে এখনও আলোচনা চলছে। সিরিজ এবং সূচি নিশ্চিত নয়।’

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।