ব্যর্থ গেইল, ১৯৮ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২১ মার্চ ২০১৮

ইনিংসের প্রথম বলেই আউট ক্রিস গেইল, শূন্য রানে। শুরুর এই ধাক্কাটা পরে আর কাটিয়ে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ১৯৮ রানেই গুটিয়ে গেছে জেসন হোল্ডারের দল।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২ রানের মধ্যে তারা হারিয়ে বসে ২ উইকেট। এরপর এভিন লুইস আর মারলন স্যামুয়েলস মিলে বিপদ বেশ কাটিয়ে উঠেছিলেন। তৃতীয় উইকেটে তারা গড়েছেন ১২১ রানের বড় জুটি।

একটা সময় ২ উইকেটে ১২৩ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের। সেই দলটিই ৮ বল বাকি থাকতেই অলআউট হয়েছে। ৬৬ রান করে এভিন লুইস ফেরার পরই যেন মড়ক লেগেছে ক্যারিবীয়দের। আর ১২ রান তুলতে আরেক সেট ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসকেও হারিয়ে বসে দলটি। স্যামুয়েলস করেন ৫১ রান।

এরপর মিডল অর্ডারে সিমরন হেটমেয়ার (৪), জেসন হোল্ডার (১২) আর রভম্যান পাওয়েল (১৫) চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ক্রেইগ ব্রেথওয়েট একটু চেষ্টা করেছিলেন। ২৪ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে তিনি ফেরার পর আর একটি রানও যোগ করতে পারেনি ক্যারিবীয়রা।

স্কটল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন সাফইয়ান শরীফ আর ব্র্যাড হুইল।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।