ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০১ পিএম, ২১ মার্চ ২০১৮

স্বপ্নপূরণের খুব কাছে গিয়ে আবারও হতাশায় ডুবতে হয়েছে বাংলাদেশকে। শ্বাসরুদ্ধকর ফাইনালে ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে টাইগারদের কাঁদালেন দিনেশ কার্তিক। তার দুর্দান্ত এক ইনিংসে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত।

ভারতের এমন দুর্দান্ত জয়ে শচীন থেকে শুরু করে কোহলি, এমনকি বিজেপি সভাপতি অমিত শাহও কার্তিককে অভিনন্দন জানিয়ে টুইট করেন। বাদ জাননি বলিউডের বিগ বি খ্যাত অমিতাভ বচনও।

Amita-5

টুইটে অমিতাভ লেখেন, ‘কী দুরন্ত ম্যাচটাই না হল। বাংলাদেশ আমাদের প্রায় কোণঠাসা করে ফেলেছিল। কার্তিক, অসাধারণ খেলেছে। দুর্ধর্ষ ব্যাটিং। শেষ দু’ওভারে ২৪ রান দরকার ছিল জিততে। শেষ বলে পাঁচ রান। আর ও সেই বলে কি না ছক্কা মেরে দিল। অসাধারণ, অভিনন্দন।’

তবে এখানেই বাধে বিপত্তি। আসলে দু' ওভারে ভারতের দরকার ছিল ৩৪ রান। নিজের ভুল বুঝতে পেরে কার্তিকের কাছে ক্ষমা চেয়ে তিনি আবারও লেখেন, ‘আসলে ওটা ২ ওভারে ২৪ নয়, প্রয়োজন ছিল ৩৪ রানের। কার্তিকের কাছে ক্ষমাপ্রার্থী।’

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।