প্রিমিয়ার লিগে রান পেলেন না মুশফিক-সোহান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:০৫ পিএম, ২০ মার্চ ২০১৮

নিদাহাস ট্রফিতে তার ব্যাটে রানের নহর বয়ে গেছে। রবিন লিগের চার ম্যাচ আর ভারতের সাথে ফাইনালসহ পাঁচ খেলায় দুটি ফিফটিসহ (৯+২৮+৭২+৭২+১৮ ) = ২৫৯ রান করলেও দেশে ফিরে প্রিমিয়ার ক্রিকেট লিগে বড় ইনিংস খেলতে পারলেন না মুশফিকুর রহীম

আজ শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাত্র ২১ রান করে আউট হয়েছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের মুশফিক। চার নম্বরে ব্যাটিংয়ে নামা মুশফিক ৪১ বলে ২ বাউন্ডারিতে ওই ইনিংস সাজিয়ে এক্সট্রা কভারে ক্যাচ দিয়ে ফেরেন। ভারতীয় স্লো মিডিয়াম ঋষি ধাওয়ানের বলে আউট হন মুশফিক। এই ম্যাচে মুশফিকের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক শিবিরে আছেন জাতীয় দলের টপ অর্ডার সৌম্য সরকার

ওদিকে ফতুল্লা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ভালো করার সম্ভাবনা জাগিয়েও পারেননি নুরুল হাসান সোহান। শেখ জামালের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে শেখ জামালের অধিনায়ক হিসেবে মাঠে নেমে ভালোই শুরু করেছিলেন সোহান। কিন্তু ১৩ বলে একটি করে ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়ে ১৬ রানে রানআউট হয়ে ফিরে যেতে হয় এ উইকেটকিপার কাম হার্ডহিটারকে।

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।