সৌম্য সরকারের দোষ দেখছেন না রোহিত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৯ মার্চ ২০১৮

হাতের নাগালে পেয়েও নিদাহাস ট্রফিটা জিততে পারলো না বাংলাদেশ। শেষ দুই ওভারের ভুলে জেতা ম্যাচ হেরে গেলো সাকিব আল হাসানের দল। এর মধ্যে ১৯তম ওভারটি করেন রুবেল হোসেন, ২০তম ওভার সৌম্য সরকার। তবে শেষ ওভারের শেষ বলে দীনেশ কার্তিক ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেও এতে সৌম্য সরকারের ভুল দেখছেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

একটা সময় দুই ওভারে ভারতের দরকার ছিল ৩৪ রান। ১৯তম ওভারে রুবেল হোসেন দিয়ে বসেন ২২ রান। শেষ ওভারে ১২ রান হাতে নিয়ে সৌম্য সরকার খুব একটা খারাপ করেননি। তার ওভারের শেষ বলে ভারতের দরকার ছিল ৫ রান। সৌম্যর হাফভলি ডেলিভারিতে দীনেশ কার্তিক সজোরে এক ছয় হাঁকিয়ে স্বপ্ন ভেঙে দিয়েছেন বাংলাদেশের।

তবে এতে সৌম্য সরকারের ভুল দেখছেন না রোহিত। ভারতীয় অধিনায়ক মনে করছেন, শেষ ওভারে এমন একজন পার্ট-টাইমার বোলারের জন্য ভালো করাটা কঠিনই ছিল, ‘আমরা জানতাম, সৌম্য সরকার মূলত বোলার নয়। বেশিরভাগ সময় সে পার্ট টাইম বোলার হিসেবে বল করে। বড় ওভারে এটা যে কারও সঙ্গেই হতে পারে। ডেথে বল করা সহজ কাজ নয়। এমন মুহূর্তে সব সময় বোলারদের চাপ থাকে, ব্যাটসম্যানদের উপর নয়।’

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।