বাড়তি উল্লাসেই ভাঙে ড্রেসিং রুমের কাঁচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৭ মার্চ ২০১৮

কি ছিল না বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে। নাটকের পর নাটক, টান টান উত্তেজনা। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর বীরোচিত ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ। জায়গা করে নেয় ফাইনালে। উল্লাসে মেতে ওঠে পুরো টাইগার শিবির। বিপত্তিটা ঘটে ওই সময়ই। আনন্দ-উল্লাসের এক পর্যায়ে বাংলাদেশ দলের ড্রেসিং রুমের কাঁচ ভেঙে যায়।

বাংলাদেশ দলের ড্রেসিং রুমের কাঁচ ভাঙ্গা পাওয়ার পর ভিডিও ফুটেজ দেখেন ব্রড। বাংলাদেশ দলের আপ্যায়নে নিযুক্ত সেখানে থাকা কর্মীদের সাক্ষ্য নিয়েছেন। তবে তিনি মনে করছেন জয়ের পর আনন্দ করতে গিয়েই কোন এক সময় কাঁচ ভেঙে যায়। এটা ইচ্ছাকৃত বা পরিকল্পিত কোন ঘটনা না। নিছক একটা দুর্ঘটনা। এরপরও তিনি আরও বিস্তারিত ফুটেজও চেয়ে পাঠিয়েছেন।

এর আগে ম্যাচের শেষ ওভারে নো বল্কে কেন্দ্র করে দুই দলের মধ্যে হালকা ধাক্কাধাক্কিও ঘটে। এক পর্যায়ে বাইরে থেকে প্রতিবাদ করে ওঠেন সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদ এবং রুবেল হোসেনকে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে বলেন। ওই অবস্থায় মাহমুদউল্লাহ রিয়াদরা মাঠ ছেড়ে উঠে আসলে ওয়াকওভার পেয়ে যেতো শ্রীলঙ্কা। সে ক্ষেত্রে বিদায় নিতো বাংলাদেশ।

তবে শেষ মুহূর্তে এমন মাথা গরম সিদ্ধান্ত অবশ্য ঠেকান টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। রিয়াদদের তিনি মাঠ থেকে উঠে আসতে দিলেন না। যদিও মাঠের মধ্যেই আম্পায়ার এবং শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে তর্ক বেধে যায় মাহমুদউল্লাহ রিয়াদের। শেষ পর্যন্ত তিন বলে ১২ রান নিয়ে রিয়াদ যখন বাংলাদেশকে জয় উপহার দিলেন, তখন উল্লাসে ফেটে পড়ে পুরো দেশ।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।