আমার মাথা গরম করা ঠিক হয়নি : সাকিব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১১ এএম, ১৭ মার্চ ২০১৮

সাকিব আল হাসান তো ভীষণ ক্ষেপে গিয়েছিলেন। মাঠের বাইরে থেকে বাংলাদেশের ব্যাটসম্যানদের বের হয়ে আসার জন্য বলেন তিনি। মাহমুদউল্লাহ আর রুবেল হোসেন বের হয়ে আসার প্রস্তুতিও নিচ্ছিলেন। পরে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও কোচিং স্টাফের অন্যরা মিলে শান্ত করেন তাদের।

এমন ম্যাচে মাঠ ছেড়ে বেরিয়ে আসলে নিশ্চিতভাবেই 'ডিসকোয়ালিফাইড' হতো বাংলাদেশ। ওয়াকওভার নিয়ে শ্রীলঙ্কা চলে যেতো ফাইনালে। তবে আম্পায়ারদের অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করাটাও নিশ্চয়ই অন্যায় নয়, সাকিব হয়তো ঠিক কাজটিই করেছেন।

তবে এমন মাথা গরম করার জন্য অনুতপ্ত হলেন সাকিব। বললেন, শ্রীলঙ্কানদের সঙ্গে সম্পর্কও ঠিকঠাক আছে, এমনভাবে মাথা গরম করাই উচিত হয়নি তার। পুরস্কার বিতরণী মঞ্চে উঠে এই ঘটনা সম্পর্কে সাকিব বলেন, 'মাঠে আমাদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলে, তবে বাইরে আমরা বন্ধু। আবেগী হয়ে পড়েছিলাম। অধিনায়ক হিসেবে আমার আরও সতর্ক থাকতে হবে। আগামীতে সেটা থাকব।'

দারুণ একটি ম্যাচ উপহার দেয়ার জন্য শ্রীলঙ্কাকে ধন্যবাদ জানিয়েছেন সাকিব। টাইগার দলপতি বলেন, 'একটি টি-টোয়েন্টি ম্যাচে এর চেয়ে বেশি কিছু আর হতে পারতো না। অনেক উত্তেজনা, আবেগ। শ্রীলঙ্কাকে কৃতিত্ব দিতে হবে। আগেভাগে ৫ উইকেট হারিয়ে ফেলার পরও তারা দারুণভাবে ফিরেছে। তবে দিনশেষে আমরাই নার্ভ ধরে রাখতে পেরেছি।'

এমএমআর/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।