১১ বছর পর শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১৫ মার্চ ২০১৮

১১ বছরের মধ্যে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। চলতি বছর ১০ অক্টোবর থেকে শুরু সিরিজে টেস্ট ছাড়াও পাঁচটি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা।

শ্রীলঙ্কার মাটিতে ইংল্যান্ড সর্বশেষ টেস্ট খেলেছে সেই ২০১২ সালে। দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল। আর তিন টেস্টের সিরিজে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে।

এবারের সিরিজটি শুরু হবে ওয়ানডে দিয়ে। ১০ অক্টোবর ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে দুই দল। পাঁচ ম্যাচের সিরিজটি শেষ হবে ২৩ অক্টোবর পঞ্চম ও শেষ ওয়ানডে দিয়ে। ২৭ অক্টোবর খেত্তারামায় একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ।

৬ নভেম্বর থেকে গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট পাল্লেকেলেতে শুরু ১৪ নভেম্বর থেকে। আর ২৩ নভেম্বর কলম্বোতে শুরু তৃতীয় টেস্ট দিয়ে শেষ হবে ইংল্যান্ডের প্রায় দুই মাসের দীর্ঘ সফর।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।