নিদাহাস ট্রফিতে না খেলায় খুশি কোহলি!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৪ মার্চ ২০১৮

শ্রীলঙ্কার মাটিতে চলতি নিদাহাস ট্রফিতে খেলছেন না বিরাট কোহলি। সময়টা কাটাচ্ছেন খুব আমোদে। ভারতীয় অধিনায়ক মনে করছেন, এমন একটি বিরতি তার খুব দরকার ছিল। ছুটির সময়টা তাই এক মুহূর্তও নষ্ট করতে রাজি নন তিনি।

শ্রীলঙ্কায় ভারত এবং বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ চলছে, যার নাম নিদাহাস ট্রফি। এই সিরিজে ভারত বলতে গেলে দ্বিতীয় সারির এক দল পাঠিয়েছে। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি যাননি। বিশ্রাম দেয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ আর ভুবনেশ্বর কুমারের মতো একাদশের নিয়মিত সদস্যদের। এই সিরিজে তরুণ দলটিকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা।

নিদাহাস ট্রফিতে কি হচ্ছে, সেটি নিয়ে বোধ হয় খুব একটা আগ্রহ নেই কোহলির। তিনি খুশি যে এমন একটি ছুটি পেয়েছেন। তার শরীর এই ছুটিটা চাইছিল, মুম্বাইয়ে এক প্রমোশনাল ইভেন্টে এমনটাই জানালেন কোহলি, ‘শারীরিকভাবে, আমার বেশ অস্বস্তি হচ্ছিল। আমি এই সমস্যাটার মধ্য দিয়ে যাচ্ছিলাম। কাজের চাপ আমার সঙ্গে কিছুটা বিরুদ্ধাচরণ করছিল। আমার শরীর, মন এবং ক্রিকেটটা কিভাবে এগিয়ে নিতে হবে, সেদিকে সতর্ক থাকা উচিত।’

এবার ছুটি পেয়েছেন। সময়টা তাই এক মুহূর্তও নষ্ট করতে চান না কোহলি। ভারতীয় দলপতি বলেন, ‘এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই। আমি এটা ভীষণ উপভোগ করছি। আমি এসবের এক ইঞ্চিও মিস করতে চাইছি না। কারণ আমার শরীরের এই সময়টুকু খুবই দরকার।’

কোহলির এমন ছুটি চাওয়া এবারই প্রথম নয়। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের সময়ও ব্যস্ত সূচীতে ভীষণ বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি। বলেছিলেন, ‘অবশ্যই আমার বিশ্রাম দরকার। আমি তো রোবট নই। চামড়া চিড়ে দেখুন, রক্তই বেরোবে।’

এমন দাবির মুখে ওই সফরেও শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেয়া হয় কোহলিকে। দলের সেরা তারকার ইচ্ছে কি আর অপূর্ণ রাখা যায়!

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।