বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য সাকিবের সমবেদনা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১২ মার্চ ২০১৮

নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (সোমবার) ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন টি-টোয়েন্টি ও টেস্ট জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাত ৮টা ২৩ মিনিটে এ সংক্রান্ত স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে সাকিব লিখেন, ‘খবরটি জানতে পেরে ভীষণ মর্মাহত! ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার উদ্দেশ্যে জানাই আমার এবং শিশিরের গভীর সমবেদনা। আহত সবার দ্রুত সুস্থতা কামনা করি এবং মহান সৃষ্টিকর্তা যেন এ বিপর্যয় কাটিয়ে উঠতে তাদের পরিবারের সদস্যদের সাহস যোগান, সেই প্রার্থনা করছি!’

আঙুলের চোটে মাঠের বাইরে থাকায় শ্রীলঙ্কায় চলতি নিদাহাস ট্রফিতে খেলতে পারছেন না টাইগার দলের নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তবে দলকে উৎসাহ দিতে সতীর্থদের সঙ্গে শ্রীলঙ্কায় গেছেন তিনি।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।