চালু হচ্ছে ৫ বলের ওভার!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০৭ মার্চ ২০১৮

বড় দৈর্ঘ্যের ক্রিকেটে এখন আর আগ্রহ নেই সমর্থকদের। টেস্ট, ওয়ানডের জনপ্রিয়তা তাই কেড়ে নিয়েছে টি-টোয়েন্টি। তবে ফরমেট ছোট করেই শান্তি হচ্ছে না। টেলিভিশন ব্রডকাস্টারদের চাহিদা অনুযায়ী ম্যাচের সময় আরও কমিয়ে আনার চেষ্টা চলছে। যার ফলশ্রুতিতে আসছে ৫ বলের ওভার!

ইংলিশ গণমাধ্যমের খবর, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ২০২০ সালে নতুনরুপে আসবে টি-টোয়েন্টি লিগ। যাতে দেখা যাবে ৬ বলের বদলে ৫ বলের ওভার। শুধু তাই নয়, সময় বাঁচাতে বোলিং প্রান্ত পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করার চিন্তা-ভাবনা চলছে।

এখন তো প্রতি ওভারে একবার করে প্রান্ত বদল করেন বোলার-ব্যাটসম্যানরা। আগামীতে সেটা দেখা যাবে পুরো ইনিংসে মাত্র একবার এবং সেটা করতে হবে ইনিংসের মাঝপথে।

বিবিসির মতো টিভি পার্টনাররা ভীষণ চাপে রেখেছে ইংলিশ অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। এখন একটি টি-টোয়েন্টি ম্যাচ শেষ হতে লাগে সাড়ে তিন ঘন্টার মতো, সেটাকে আড়াই ঘন্টায় নিয়ে আসার প্রস্তাব দিয়েছে তারা।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।