ভারতীয় খেলোয়াড়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৭ মার্চ ২০১৮

ভারতের তারকা খেলোয়াড় মোহাম্মদ শামির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠেছে। আর অভিযোগটি করেছেন তার স্ত্রী হাসিন জাহান। শুধু তাই নয়, দুই মহিলার সঙ্গে চ্যাটের একটি স্ক্রিনশটও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঙ্গলবার প্রথমে একটি মেয়ের ছবি পোস্ট করেন শামির স্ত্রী হাসিন। সেখানে তিনি লেখেন, ‘এই মেয়েটা নাগপুরের। একে চেনেন কেউ?’ এর উত্তরে একজন জানতে চান, ‘মেয়েটি কে?’ হাসিন পাল্টা লেখেন, ‘খুব তাড়াতাড়িই জানতে পারবেন।’

এরপরই ফের ওই মহিলার ছবি পোস্ট করে শামির স্ত্রী লেখেন, ‘দেখুন এই মেয়েটা কী নির্লজ্জভাবে ছেলেদের সঙ্গে কথা বলছে। আর সেই ছেলেটা আমার ক্রিকেটার স্বামী, সেলিব্রিটি মোহাম্মদ শামি।’

jagonews24

এদিকে ওই মহিলার সঙ্গে শামি চ্যাটের একটি স্ক্রিনশটও ফেসবুকে পোস্ট করেন হাসিন জাহান। এরপর আরও বেশ কয়েকটি পোস্ট করেন শামির স্ত্রী। একটি পোস্টে দেখা যায়, অন্য একটি মহিলার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন ভারতের এই ক্রিকেটার।

তবে এসব অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন মোহাম্মদ শামি। তিনি বলেন, ‘যেসব গুরুতর অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমার ক্রিকেট ক্যারিয়ার নষ্ট করার জন্যে এমন চক্রান্ত করা হয়েছে।’

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।