আইপিএলে দিল্লির অধিনায়ক গম্ভীর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০৭ মার্চ ২০১৮

আইপিএল ক্যারিয়ারটা দিল্লির হয়েই শুরু করেছিলেন গৌতম গম্ভীর। তিন বছর দলটির হয়ে খেলার পর মাঝে নাম লেখান কলকাতা নাইট রাইডার্সে। দীর্ঘ ৭ বছর নাইটদের অধিনায়ক ছিলেন গম্ভীর। দু’‌বার কলকাতাকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। তবে এবারের নিলামে ঘরের ছেলেকে দলে ভিড়িয়েছে দিল্লি। শুধু তাই নয় দিল্লি ফ্রাঞ্চাইজি অধিনায়ক হিসেবে গম্ভীরের নামও ঘোষণা করেছে।

দায়িত্ব পাওয়ার পর গম্ভীর বলেন, ‘দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক হতে পারাটা আমার জন্য অনেক সম্মানের। এই দলের হয়েই আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলাম। ক্রিকেট ক্যারিয়ার শুরুও দিল্লি রাজ্য দলেই। তাই ঘরে ফেরার আনন্দ তো ছিলই। এবার বড় দায়িত্ব এল। আশা করি দলকে সাফল্য এনে দিতে পারবো।’‌

দল নিয়ে এই অধিনায়ক আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, বর্তমান খেলোয়াড়দের নিয়ে আমরা একটি ভালো দল গঠন করতে পারবো। এই দলে সম্ভাবনাময় খেলোয়াড় আছে। তারা যদি নিজদের সেরাটা দিতে পারে আমরা ভালো কিছুই করতে পারবো। আর রিকি পন্টিং নিজেই একজন চ্যাম্পিয়ন, তার সঙ্গে কাজ করাটা হবে দুর্দান্ত।’

নতুন অধিনায়ককে নিয়ে দলের কোচ পন্টিং বলেন, ‘গম্ভীরের নেতৃত্বের দারুণ অভিজ্ঞতা। গত মৌসুমে তার অধীনে কেকেআর দুর্দান্ত খেলেছে। সে কারণেই আমরা মনে করেছি দলের তরুণদের সাথে কাজ করার আগে তার ওপর নেতৃত্ব দেয়াটা জরুরি। আমরা একজন অভিজ্ঞ অধিনায়কের ওপরই দলের দায়িত্ব দিয়েছি। আমি নিশ্চিত সে তার দায়িত্ব দারুণভাবে পালন করতে পারবে।’

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।