শান্তর সেঞ্চুরিতে আবাহনীর ২৯০

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৮ পিএম, ০৬ মার্চ ২০১৮

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না নাজমুল হোসেন শান্ত। একটি হাফ সেঞ্চুরি ছাড়া শেষ কয়েক ম্যাচে তার স্কোর ছিল গড়পড়তা। তবে ফতুল্লার খান সাহেব আলী স্টেডিয়ামে অগ্রণী ব্যাংকের বিপক্ষে জ্বলে উঠলো তার ব্যাট। তার দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে ২৯০ রানের সংগ্রহ পেয়েছে আবাহনী। ১৩৩ রানে অপরাজিত থাকেন বাঁ-হাতি মিডলঅর্ডার এই ব্যাটসম্যান।

ফতুল্লার খান সাহেব আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ২৩ রান করে সাজঘরে ফিরে যান বিজয়। আরেক ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে আসে ২৪ রান। অধিনায়ক নাসির ফিরেন ২৫ রান করে।

তবে একপ্রান্ত ধরে খেলে নিজের সেঞ্চুরি তুলে নেন শান্ত। ১২৩ বলে ১১ চার অ ৩ ছয়ে ১৩৩ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। আর শেষ দিকে মোহাম্মদ মিঠুন ৩৮ বলে ৪৬ রান করেন। এতে ২৯০ রানের সংগ্রহ পায় দলটি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।