কলম্বোতে ঘাম ঝরাল টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০৫ মার্চ ২০১৮

শ্রীলঙ্কার মাটিতে বহুল প্রতীক্ষিত নিদাহাস ত্রিদেশীয় টি-টোয়েন্টি ট্রফিটি মাঠে গড়াচ্ছে আগামীকাল (মঙ্গলবার)। উদ্বোধনী দিনে মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি শ্রীলঙ্কা আর ভারত। বাংলাদেশের ম্যাচ তার ঠিক দুই দিন পর, ৮ মার্চ। ওই ম্যাচকে সামনে রেখে কলম্বোয় ঘাম ঝড়ানো অনুশীলনই চালিয়ে যাচ্ছে টাইগাররা।

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। যদিও এবার ভারত তাদের বড় তারকাদের অনেককেই বিশ্রামে রেখেছে। খেলছেন না বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটার। তারপরও ভারতের বর্তমান দলটি কম শক্তিশালী নয়।

TIGER

দক্ষিণ আফ্রিকার মাটি থেকে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ জিতে আসা ভারতকে নিয়ে আলাদা করেই ভাবতে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। শ্রীলঙ্কায় পা রাখার পর তাই নিজেদের যতটা সম্ভব প্রস্তুত রাখতে চাইছে টাইগাররা। সোমবার তাদের অনুশীলনে বেশ সিরিয়াসই দেখা গেছে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।