পিএসএলে ভালো শুরুর পর আউট মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ০৩ মার্চ ২০১৮

এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অবশেষে নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সুযোগটা সেভাবে কাজে লাগাতে পারলেন না বাংলাদেশি অলরাউন্ডার।

শারজায় মুলতান সুলতানসের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করছে কোয়েটা গ্ল্যাডিয়েটরস। ৬৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে দল যখন বিপদে, তখন উইকেটে আসেন মাহমুদউল্লাহ। শুরুটাই দুর্দান্তভাবে করেন বাংলাদেশের এই ব্যাটসম্যান।

শোয়েব মালিককে প্রথম বলেই ছক্কা হাঁকান মাহমুদউল্লাহ। তবে ওই এক ছক্কার পর আর বাউন্ডারির দেখা পাননি তিনি। এক-দুই করে রান নিয়ে শেষ পর্যন্ত করেন ১৩ বলে ১৫। মোহাম্মদ ইরফানের বলে উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারার হাতে ক্যাচ দিয়ে ইনিংসটা শেষ হয় মাহমুদউল্লাহর।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।