ধারাবাহিক ভালো খেলে ফাইনালের লক্ষ্য ওয়ালশের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৩ মার্চ ২০১৮

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির কারণে নিদাহাস ট্রফির বাইরে বলেই ভাবা হচ্ছে। তার ডেপুটি মাহমুদউল্লাহ রিয়াদ পিএসএল খেলতে ডুবাইতে। সিনিয়র ক্রিকেটার তামিম ইকবালও পিএসএল খেলছে। কাজেই নিদাহাস ট্রফি খেলতে যাবার আগে আজ (শনিবার) দুপুরে শেরে বাংলার সংবাদ সম্মেলনে শুধু ভারপ্রাপ্ত হেড কোচ ওয়ালশ।

নিজের লক্ষ্য ও পরিকল্পনার কথা জানাতে গিয়ে ভারপ্রাপ্ত এই হেড কোচ বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই। আগেভাবে কোন নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা স্থির করার চেয়ে আমি মনে করি ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাই। ম্যাচ পিছু লক্ষ্য পরিকল্পনা একে যদি কয়েক ম্যাচ জিতে ফাইনালে যেতে পারি সেটা হবে অনেক বড় পাওয়া।’

এদিকে প্রথমে জানা গিয়েছিল নিদাহাস ট্রফির এক বা দুই ম্যাচ মিস করতে পারেন সাকিব। কিন্তু পুরো সিরিজেই তার খেলা নিয়ে আছে জোর সংশয় ও সন্দেহ। সাকিবকে নিয়ে এই কোচ জানান, ‘আপাতত সাকিবকে ছাড়াই গেম প্ল্যান এঁটেছি। সাকিব দলের সঙ্গে যাবে কি যাবে না, সেটা এখনো ঠিক হয়নি। ওইটা বোর্ডের হাতে। সাকিব না থাকার পরও যে দল আছে তা নিয়ে আমি কনভিডেন্ট। পেসারদের নিয়ে আলাদা কাজ করেছি। আমার মনে হয় তারাও কিছুটা উন্নতি করেছে।’

শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত নিদাহাস ট্রফিতে অংশ নিতে আগামীকাল (রোববার) দুপুর ১ টার ফ্লাইটে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ দল। ৮ মার্চ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

এআরবি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।