নিদাহাস ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

আসন্ন নিদাহাস ট্রফিতে ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে থাকবেন, জানা গিয়েছিল আগেই। তবে তার সঙ্গে যুক্ত হল আর পাঁচ তারকা ক্রিকেটার। রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড। কোহলির সঙ্গে বিশ্রাম দেয়া হয়েছে মাহেন্দ্র সিং ধোনি, জাস্প্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া ও স্পিনার কুলদীপ যাদবকেও।

রোহিত শর্মাকে অধিনায়ক করে ঘোষিত দলে ডাক পেয়েছেন দিপক হুদা, ওয়াসিংটন সুন্দর, রিশভ পান্ত ও মোহাম্মদ সিরাজ। নিদাহাস ট্রফিতে রোহিতের সহকারী থাকবেন শেখর ধাওয়ান।

স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ ‘নিদাহাস ট্রফি’ খেলবে শ্রীলঙ্কা। বাকি দুই দল ভারত ও বাংলাদেশ। আগামী ৬ মার্চ থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় এই সিরিজ। টুর্নামেন্টটি চলবে ১৮ মার্চ পর্যন্ত।

১৫ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মানিশ পাণ্ডে, দিনেশ কার্তিক, দীপক হুদা, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, অক্ষর পাটেল, বিজয় শংকর, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট, মোহাম্মদ সিরাজ ও রিশভ পান্ত।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।