জিম্বাবুয়ে দলে ফিরলেন উইলিয়ামস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর নড়েচড়ে বসেছে জিম্বাবুয়ে। বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইকে সামনে রেখে তারা দলে ফিরিয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামসকে। সঙ্গে ডাক পেয়েছেন মাত্র এক ওয়ানডে খেলা ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান সেফাস ঝুয়াও।

আরব আমিরাতে ওয়ানডে সিরিজে ছিলেন না উইলিয়ামস-ঝুয়াও। তারা ফেরায় জায়গা হারিয়েছেন অলরাউন্ডার রায়ান বার্ল আর ব্যাটসম্যান তারিসাই মুসাকান্দা। অলরাউন্ডার বার্ল তার সর্বশেষ চার ইনিংসে সবমিলিয়ে করেন মাত্র ২৩ রান, বল হাতে নেন ১টি উইকেট। আর মুসাকান্দা দুই ইনিংসে করেন ২০ রান।

২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের সেরা দুই দল ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। তারা যোগ দেবে সেরা আট দলের সঙ্গে। আগামী ৪ মার্চ কুইন্স স্পোর্টস ক্লাব মাঠ নেপালের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে দল : গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), তেন্দাই চাতারা, তেন্দাই চিসুরু, ক্রেইগ আরভিন, কাইল জারভিস, হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, পিটার মুর, ব্লেসিং মুজারবানি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর, ব্রায়ান ভিটোরি, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস এবং সেফাস ঝুয়াও।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।