সহজ জয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতায় দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮

ভারতের কাছে ওয়ানডে সিরিজ হারের পর প্রথম টি-টোয়েন্টিতেও হার। সেঞ্চুরিয়ানে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ছিল দক্ষিণ আফ্রিকার বাঁচা-মরার লড়াই। সেই লড়াইটা বেশ দাপটেই জিতেছে জেপি ডুমিনির দল। ভারতকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায়ও ফিরেছে তারা।

৪ উইকেটে ১৮৮ রান, ভারতের সংগ্রহটা বেশ বড়ই ছিল। তবে এত বড় লক্ষ্য তাড়া করতে গিয়েও তেমন বেগ পেতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচটা তারা জিতেছে ৮ বল হাতে রেখে।

মনীশ পান্ডে আর মহেন্দ্র সিং ধোনির ঝড়ো ব্যাটিংয়ে ১৮৮ রানের পুঁজি পেয়েছিল ভারত। পান্ডে ৪৮ বলে হার না মানা ৭৯ আর ধোনি ২৮ বলে করেন অপরাজিত ৫২ রান। এছাড়া ধাওয়ান ২৪ আর সুরেশ রায়না করেন ৩১ রান।

SA2

জবাবে অভিজ্ঞ জেপি ডুমিনি আর মাত্র ২ টি-টোয়েন্টি খেলা হেনরিচ ক্লাসেনের তাণ্ডবে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৪০ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় হার না মানা ৬৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক জেপি ডুমিনি।

তবে আসল তাণ্ডবটা দেখিয়েছেন ক্লাসেন। মাত্র ৩০ বলে ৬৯ রান করেন এই ব্যাটসম্যান। এই ইনিংসে ৩টি চারের পাশে ছিল তার ৭টি ছক্কার মার! এছাড়া ১৭ বলে ২৬ রানের একটি ইনিংস আসে ওপেনার রিজা হেনড্রিকসের ব্যাট থেকে।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।