বিজয়ের সেঞ্চুরিতে লড়াকু পুঁজি আবাহনীর

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮

ওপেনার এনামুল হক বিজয়ের দুর্দান্ত এক সেঞ্চুরির পরও ভালো একটা পুঁজি পাওয়া নিয়ে সংশয় ছিল আবাহনী লিমিটেডের। শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ে সেই শঙ্কা কাটিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ আর সানজামুল ইসলাম। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৭০ রানের বড় সংগ্রহ গড়েছে নাসির হোসেনের দল।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাভার বিকেএসপির চার নাম্বার মাঠে মুখোমুখি হয়েছে আবাহনী আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টসে জিতে ব্যাটিং বেছে নেয় আবাহনী।

শেখ জামালের বোলারদের তোপে শুরু থেকেই সুবিধা করে উঠতে পারেনি আবাহনী। ৭৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে তারা। তবে এনামুল হক বিজয় একটা প্রান্ত আগলে ছিলেন। ১২২ বলে ৬ বাউন্ডারি আর ৪ ছক্কায় ১১৬ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন তিনি। তারপরও মাশরাফি বিন মর্তুজা যখন ৬ রান করে আউট হন তখন ৭ উইকেটে মাত্র ২১২ রান ছিল আবাহনীর। হাতে তখন ৩২ বল।

শেষ দিকে এসে সেই বলগুলো দারুণভাবে কাজে লাগিয়েছেন মিরাজ আর সানজামুল। ৩২ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। মিরাজ মাত্র ১৮ বলে ২টি করে চার-ছক্কায় ৩৪ রানে অপরাজিত ছিলেন। ১৫ বলে ৩ চারে হার না মানা ২৪ করেন সানজামুল।

শেখ জামালের পক্ষে ৪৭ রানে ৩টি উইকেট নেন রবিউল হক। একটি করে উইকেট সোহাগ গাজী, ইলিয়াস সানী আর সাক্সেনার।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।