নিউজিল্যান্ডের ওয়ানডে দলে সোধি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮

প্রায় নয় মাস হলো ওয়ানডে দলের বাইরে রয়েছেন ইশ সোধি। ২৫ বছর বয়সী এই লেগস্পিনার অবশেষে ফিরলেন নিউজিল্যান্ডের ৫০ ওভারের ফরমেটে। দলের প্রথম পছন্দের স্পিনারদের ফিটনেস সমস্যা থাকায় হঠাৎ ডাক পড়েছে তার।

সোধির অন্তর্ভূক্তি সম্পর্কে নিউজিল্যান্ড দলের প্রধান নির্বাচক গ্যাভিন লারসেন বলেছেন, 'মিচেল স্যান্টনার এবং টোড অ্যাস্টলের ইনজুরি সমস্যা দেখা দিয়েছে। তাই স্পিন বিভাগে আমরা ইশকে সঙ্গে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে ৫-০ ব্যবধানে সিরিজ জেতা দলের প্রায় সব সদস্যকেই ধরে রেখেছে নিউজিল্যান্ড। শুধু ব্যাটসম্যান জর্জ ওয়ার্কার আর ফাস্ট বোলার সেথ র্যান্স জায়গা হারিয়েছেন।

ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী রোববার হ্যামিল্টনে।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টোড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গ্যাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মানরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি এবং রস টেলর।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।