সিলেটে চোট পাওয়া মধুশঙ্কা নিদাহাস ট্রফিতে অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

সিলেটে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় হঠাৎ হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন শেহান মধুশঙ্কা। এরপর দু'জনের কাঁধে চড়ে মাঠ ছাড়তে হয় তাকে। লঙ্কান এই পেসার বাংলাদেশ আর ভারতকে নিয়ে শ্রীলঙ্কার মাটিতে আসন্ন নিদাহাস ট্রফিতেও অনিশ্চিত হয়ে পড়েছেন।

শ্রীলঙ্কায় ফিরে গেলেও মধুশঙ্কাকে এখনও এমআরআই স্ক্যান করানো হয়নি। তাই কত সময়ের জন্য মাঠের বাইরে থাকবেন, নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে নিদাহাস ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি আগামী ৬ মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে বলে সেখানে তার খেলার সম্ভাবনা খুব কম।

ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত পারফরমার না হয়েও চন্ডিকা হাথুরুসিংহের পছন্দে শ্রীলঙ্কা জাতীয় দলে জায়গা করে নেন মধুশঙ্কা। হাথুরু যে রত্ন চিনতে ভুল করেননি, অভিষেক ম্যাচেই সেটা বুঝিয়ে দেন এই পেসার। বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হ্যাটট্রিক করেন তিনি।

মধুশঙ্কা শেষ পর্যন্ত খেলতে না পারলে নিদাহাস ট্রফিতে কপাল খুলতে পারে দুশমন্ত চামিরার। লঙ্কান দলের ফাস্ট বোলারদের মধ্যে আরও রয়েছেন লাহিরু কুমারা, লাহিরু গামেজ আর সুরাঙ্গা লাকমল।

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।