শাইনপুকুরের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

সাভার বিকেএসপির তিন নাম্বার মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে বড় ব্যবধানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শুভাগতহোম চৌধুরীর দল ম্যাচটি জিতেছে ৮৮ রানে।

টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় শাইনপুকুর। ভারতীয় ব্যাটসম্যান উদয় কাউল করেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ১৩৬ বলে ১২ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১৩৭ রান আসে উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের উইলো থেকে। এছাড়া আফিফ হোসেন ৪৩ বলে ৪৩ আর ওপেনার সাব্বির হোসেন করেন ৩৪ রান।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতির পক্ষে ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাদ্দাম আর মঈনুল ইসলাম।

২৯৫ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই ওপেনার রবিউল ইসলাম রবিকে হারিয়ে ধাক্কা খায় খেলাঘর। তবে আরেক ওপেনার রাফসান আল মাহমুদের ব্যাটে চড়ে তারা সেই ধাক্কা সামলে উঠেছিল ভালোভাবেই। একটা সময় তো ২ উইকেটে ১১১ রান তুলে ফেলেছিল নাফিস ইকবালের দল।

তবে রাফসান আউট হওয়ার পর আর কেউ বলার মতো রান করতে পারেননি। অমিত মজুমদার ৪৩ আর নাজিমউদ্দিন ২৪ করলেও বড় ইনিংস খেলে দলকে জয়ের বন্দর পর্যন্ত নিয়ে যেতে পারেননি কেউ। ফলে ২০৬ রানেই গুটিয়ে যায় খেলাঘরের ইনিংস।

শাইনপুকুরের পক্ষে ২২ রানে ৩টি উইকেট নেন রায়হান উদ্দিন। ২টি করে উইকেট জাতীয় দলের দুই বোলার আফিফ হোসেন আর মোহাম্মদ সাইফউদ্দিনের।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।