টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ভালো কিছু করার শেষ সুযোগ। সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

ত্রিদেশীয় সিরিজের পর টেস্ট সিরিজেও শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় সংগ্রহ গড়েও জয়ের দেখা পায়নি। এবার তাদের সামনে শেষ সুযোগ। আজ জিতলে অন্ততপক্ষে সিরিজটা ১-১ সমতায় শেষ করার তৃপ্তি পাবে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

চোটের কারণে আগের ম্যাচে খেলতে পারেননি তামিম ইকবাল। আজ তিনি খেলছেন। সঙ্গে অভিষেক হচ্ছে দুই তরুণের-পেসার আবু জায়েদ রাহি আর অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসানের।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।