পিসিবির শুভেচ্ছা দূত শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

পাকিস্তান ক্রিকেট বোর্ডের শুভেচ্ছা দূত ও চেয়ারম্যানের উপদেষ্টা হলেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। তার নিয়োগদানের বিষয়টি পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি নিশ্চিত করেছেন।

এক টুইট বার্তায় পিসিবিকে ধন্যবাদ জানিয়ে শোয়েব আখতার বলেন, আমাকে এই পোস্টের জন্য নির্বাচিত করায় সম্মানিত বোধ করছি। খেলার সময় যে আন্তরিকতা দিয়ে খেলেছি, এখনও তাই থাকবে। আবারও ধন্যবাদ।

জাতীয় দল থেকে অবসরের পর থেকে বরাবরই পিসিবি প্রধান নাজাম শেঠীর সমালোচনা করে এসেছেন শোয়েব আখতার। ২০০৩ সালে পাকিস্তানের পারফরম্যান্স খারাপ হওয়ার কারণ হিসেবে, তৎকালীন বোর্ড প্রধান নাজাম শেঠিকে দায়ি করেন তিনি। এছাড়া ২০১৫ বিশ্বকাপে পাকিস্তানের বাজে ফলাফলের পরেও, বোর্ড কর্তা ও ক্রিকেটারদের দোষারোপ করেন ৪২ বছর বয়সী শোয়েব।

তবে সাম্প্রতিক সময়ে পিসিবি বসের সঙ্গে তার সম্পর্ক বেশ উন্নতি হয়েছে। তারই ফলশ্রুতিতে দুটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন সাবেক এই পেসার। তবে তার কাজের পরিধি কি হবে তা এখনো জানানো হয়নি পিসিবির পক্ষ থেকে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।