আনুশকাই আমার প্রেরণা : কোহলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

কোহলির নেতৃত্বে দীর্ঘ ২৫ বছর পর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। ব্যাট হাতে দলটির অধিনায়কও ছিলেন দুর্দান্ত। ছয় ম্যাচের সিরিজে তিন সেঞ্চুরিতে করেছেন ৫৫৮ রান। যা দ্বিপাক্ষিক সিরিজে কোন অধিনায়কের সর্বোচ্চ রান। তবে এ সবকিছুর জন্যই আনুশকাকে কৃতিত্ব দিচ্ছেন ভারতের এই অধিনায়ক।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমার এই সাফল্যের নেপথ্যে কিছু কাছের মানুষ রয়েছেন। বিশেষ করে, আমার স্ত্রী। গোটা সিরিজে প্রেরণা জুগিয়ে আমাকে এগিয়ে নিয়ে গিয়েছে। তার জন্য আমি কৃতজ্ঞ।

এর আগে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হারের পর আনুশকাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। সেই কথা উল্লেখ করে কোহলি আরও বলেন, অতীতে এর জন্য অনেক কথা শুনতে হয়েছে আমার স্ত্রীকে। সেই আনুশকাই কিন্তু দক্ষিণ আফ্রিকায় গোটা সিরিজে আমাকে প্রেরণা দিয়ে গিয়েছে। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় এই প্রেরণা প্রাপ্তি একটা দুর্দান্ত অনুভূতি।’

এদিকে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকাকে ৫-১ হারিয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে বাড়ি ফেরার কথা জানালেন ভারত অধিনায়ক।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।