দ্বিতীয় টি-টোয়েন্টির টিকিট বিক্রি শুরু দুপুরে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ১০:০০ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ রোববার বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ ম্যাচের জন্য আজ (শনিবার) টিকিট বিক্রি করা হবে। এ তথ্য জানিয়েছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ম্যানেজার ফরহাদ কোরেশী।

এর আগে বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছিলেন, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকেট পাওয়া যাবে অনলাইনে।

তবে অনলাইনে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে ১ টা এক মিনিটের মধ্যে মাত্র এক ঘণ্টার মধ্যেই সতের হাজার টিকেট বিক্রি শেষ হয়ে যায়। আর এ নিয়ে সিলেটের ক্রিকেটপ্রেমী দর্শকদের মধ্যে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া। বিষয়টি জাগোনিউজ২৪.কম-সহ বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরা হয়। অবশেষে টিকিট নিয়ে এ আলোচনা-সমালোচনার মধ্যে আজ দুপুরে সীমিত আকারে টিকিট বিক্রির কথা জানালেন সংশ্লিষ্টরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ম্যানেজার ফরহাদ কোরেশী জানান, শনিবার দুপুর ১২টায় স্টেডিয়ামের কাউন্টারে টিকিট বিক্রি করা হবে। এখান থেকে যারা অনলাইনে টিকিট পাননি তারা টিকিট ক্রয় করতে পারবেন।

ছামির মাহমুদ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।