এক ক্যাচ ধরেই অর্ধকোটি টাকার মালিক!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

ব্যাটসম্যানরা অনেক সময় বড় বড় ছক্কা হাঁকান। গ্যালারিতে কখনও সেই বলটা ধরে ফেলতেও দেখা যায় দর্শকদের। এমন ক্যাচের জন্য অনেক সময় পুরস্কারও থাকে। তবে এবার যে অঙ্কের পুরস্কার জিতেছেন ২০ বছর বয়সী এক ছাত্র, সেটা শুনলে অনেকের চোখ কপালে উঠবে।

নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যকার বিশ্বরেকর্ড গড়া টি-টোয়েন্টি ম্যাচটিতে বাঁ-হাতে এক ক্যাচ ধরেই অর্ধকোটি টাকার মালিক বনে গেছেন এক যুবক।

নিউজিল্যান্ডের বিয়ার কোম্পানি 'তাই' ঘোষণা দিয়েছিল, গ্যালারিতে কেউ ক্যাচ ধরতে পারলে জিতবে ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ লাখ টাকা)। রস টেলরের বড় একটি ছক্কা গ্যালারিতে পড়ার সময় সেটি সরাসরিই ধরে ফেলেন মিচেল গ্রিমস্টোন নামের কিউই এক যুবক।

তাকে আর পায় কে? এক সেকেন্ডের পরিশ্রমে অর্ধকোটি টাকা জেতার আনন্দ কি আর বেঁধে রাখা যায়!

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।