টি-টোয়েন্টির এক ম্যাচে কত কত রেকর্ড!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

অকল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি যেন রেকর্ডের পসরা সাজিয়ে বসেছিল। রান তাড়ার বিশ্বরেকর্ড হয়েছে, টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন মার্টিন গাপটিল, পাওয়ার প্লেতে যৌথভাবে সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। এমন ম্যাচে ছক্কার রেকর্ডও হয়েছে যৌথভাবে।

টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ৩২টি। অকল্যান্ডে আজ ৩২টি ছক্কাই মেরেছে দুই দল। ২০১৬ সালে লডারহিলে ভারত আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে এতগুলো ছক্কা হয়েছিল।

তবে এই ৩২ ছক্কার মধ্যে আজ ১৮টি ছক্কাই এসেছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যাট থেকে। এটি আবার এই দলটির টি-টোয়েন্টি ফরমেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও।

অকল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের ২৪৪ রানের লক্ষ্য ৭ বল বাকি থাকতেই তাড়া করে ফেলেছে অস্ট্রেলিয়া। যেটি রান তাড়ার বিশ্বরেকর্ড। এমন দিনে পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে ৯১ রান তুলেও রেকর্ড গড়েছে তারা। টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে সময়ে এটিই যৌথভাবে সর্বোচ্চ রান তোলার রেকর্ড।

এর আগে নেদারল্যান্ড আয়ারল্যান্ডের বিপক্ষে এবং আয়ারল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে ৯১ রান তুলেছিল।

এছাড়া নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এদিন টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। এতদিন ২১৪০ রান করে সবার উপরে ছিলেন তারই স্বদেশী ব্রেন্ডন ম্যাককালাম। ৭২ টি-টোয়েন্টি ম্যাচ খেলা গাপটিলের রান এখন ২১৮৩।

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।