ম্যাককালামকে টপকে শীর্ষে গাপটিল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই নিউজিল্যান্ডের। এমন ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে গাপটিলের সেঞ্চুরির উপর ভর করে ২৪৩ রান করেছে স্বাগতিকরা। ২৪৪ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়া।

এদিকে এ ম্যাচে শতরানের পাশাপাশি নতুন এক রেকর্ড গড়েছেন কিউই ওপেনার গাপটিল। স্বাদেশী ব্রেন্ডন ম্যাককালামকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে নাম লেখালেন এই তারকা। এতদিন ২১৪০ রান করে সবার উপরে ছিলেন ম্যাককালাম। আর ৭২ টি-টোয়েন্টি ম্যাচ খেলা গাপটিলের রান এখন ২১৮৩।

এদিকে টি-টোয়েন্টিতে গাপটিলের দ্বিতীয় শতক এটি। অর্ধশতক রয়েছে ১৩টি। ইতিহাস গড়ার ম্যাচে মাত্র ৫৪ বল খেলে ৬টি চার এবং ৯টি ছক্কার সাহায্যে ১০৫ রানের ইনিংস খেলেন এই হার্ডহিটার।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।