চেন্নাই-মুম্বাইয়ের ম্যাচ দিয়ে শুরু এবারের আইপিএল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

প্রথমে জানা গিয়েছিল আগামী ৪ এপ্রিল শুরু হবে আইপিএলের ১১তম আসর। এর কিছুদিন পর আইপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত জানায় তিন দিন পিছিয়ে মুম্বাইয়ে ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে আসরের উদ্বোধনী ম্যাচ। আর প্রথম ম্যাচেই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও দুই বছর পর ফেরা চেন্নাই সুপার কিংস।

আইপিএলের সম্প্রচার সহযোগি স্টার নেটওয়ার্কের অনুরোধে ম্যাচের সময়সূচিতে পরিবর্তন এনেছিল কর্তৃপক্ষ। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো তা মেনে না নেওয়ায় শেষ পর্যন্ত ওই অবস্থান থেকে সরে এসেছে তারা। আগের মতই বিকেলের ম্যাচগুলো বাংলাদেশ সময় সাড়ে ৪টায়। আর সন্ধ্যার ম্যাচগুলো রাত সাড়ে ৮টায় শুরু হবে।

এবার লিগ পর্যায়ের মোট ১৩টি ডাবল হেডার ম্যাচ খেলা হবে শনি ও রোববারে আর ৪৪টি ম্যাচ হবে সন্ধ্যায়। এছাড়া ১২টি ম্যাচ হবে বিকেলে।

এদিকে গভর্নিং কাউন্সিলের সভা শেষে আরও জানানো হয়েছে, চলতি আসরে কিংস ইলেভেন পাঞ্জাব তাদের চারটি হোম ম্যাচ খেলবে মোহালিতে, বাকি তিনটি হবে ইন্দোরে। ফলে নবম ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে ইন্দোরের।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।