এবার মিরপুরের পিচকেও ‘গড়পড়তার চেয়ে খারাপ’ ঘোষণা আইসিসির

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

চট্টগ্রাম টেস্টে রান বেশি হয়েছে, বোলারদের জন্য কিছু ছিল না। টেস্ট শেষে তাই ওই পিচকে 'গড়পড়তার চেয়ে খারাপ' রেটিং দিয়ে বসেন আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন।

মিরপুর টেস্টের পিচে হয়েছে এর উল্টো। ব্যাটসম্যানরা ধুঁকেছেন, ছড়ি ঘুরিয়েছেন বোলাররা। তাতে তিনদিনেই শেষ টেস্ট। এবার এই পিচকেও 'গড়পড়তার চেয়ে খারাপ' রেটিং দিলেন ম্যাচ রেফারি ডেভিড বুন।

বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হয় মিরপুরে। বোলারদের রাজত্বের এই টেস্টে ২১৫ রানের ব্যবধানে বাংলাদেশকে হারায় শ্রীলঙ্কা। এই টেস্টের পিচকে গড়পড়তার চেয়ে খারাপ বলছে আইসিসি। এতে নিয়ম অনুযায়ী একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে মিরপুরের পিচ।

এই ডিমেরিট পয়েন্টটি কার্যকর থাকবে পাঁচ বছরের জন্য। এই সময়ে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পিচ যদি মোট পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেয়ে যায়, তবে ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে নিষেধাজ্ঞা পাবে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।