স্টোকসকে দলে নেবেন না বেলিস!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

ব্রিস্টল নাইটক্লাবের সামনে মারামারি করার মামলায় অনেকটা দিন ভুগেছেন বেন স্টোকস। মঙ্গলবার এই মামলার আত্মপক্ষ সমর্থনে নির্দোষ প্রমাণিত হয়েছেন ইংলিশ এই অলরাউন্ডার। দলের সঙ্গে যোগ দিতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানাও দিয়েছেন তিনি। তবে সেখানে গেলে কি হবে, স্টোকসকে খেলাতে তো রাজি হতে হবে কোচ ট্রেভর বেলিসকে!

স্টোকসের মতো দলের গুরুত্বপূূর্ণ একজন সদস্যকে ফিরে পাওয়ায় ইংলিশ শিবিরে স্বস্তি ফিরেছে নিঃসন্দেহে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে নিয়ে চলতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা তিন ম্যাচ হেরে বিপদে আছে ইংলিশরা। সামনে আবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। এমন সময়ে তো স্টোকসকে ভীষণ দরকার দলটির।

তবে ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস এত তাড়াহুড়োর পক্ষপাতী নন। স্টোকস দলের সঙ্গে যোগ দেয়ার পরই তাকে মাঠে নামিয়ে দেবেন না, সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ওয়েলিংটনে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর এই অলরাউন্ডারকে নিয়ে বেলিস বলেন, 'সে অনেকটা সময় ধরে খেলার মধ্যে নেই। তাই এটা সম্ভব নয়, তাকে এনেই সরাসরি এই টি-টোয়েন্টিতে খেলিয়ে দেব।'

নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজটি শুরু হবে ২৫ ফেব্রুয়ারি। এই সিরিজেও শুরু থেকেই স্টোকস খেলবেন কিনা নিশ্চিত করে বলতে পারছেন না বেলিস, 'আমি বলব এটা অনিশ্চিত। এটা পরিস্থিতির উপর নির্ভর করছে। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে সে ভ্রমণ করে কেমন অনুশীলন করছে। আমরা সব দেখেশুনে তাকে দলে নেব। আশা করছি, ওয়ানডে সিরিজ চলার সময়ই তাকে ফিরে পাব।'

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।