ধোনির নেতৃত্বে খেলতে মুখিয়ে ওয়াটসন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

আইপিএলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলতে পারাটা তার কাছে একটা বড় সম্মান। এমন কথাই বলছেন শেন ওয়াটসন। তার কথায়, ‘চেন্নাই সুপার কিংসের মতো একটা দল, সেখানে ধোনির মতো গ্রেটের অধীনে খেলা, এটা আমার কাছে দারুণ ব্যাপার।’

অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ওয়াটসন এর আগে রাজস্থান রয়্যালসে খেলেছেন। শেষ দু’বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ছিলেন তিনি। সম্প্রতি বিগ ব্যাশে সানডে থান্ডারের হয়ে খেলেছেন দুর্দান্ত। ২০১৬ সালের মার্চ মাসে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও তিনি যে এখনও খেলে যেতে চান, তা স্পষ্ট করে দিয়েছেন ওয়াটসন।

তার কথায়, ‘ভালো খেলাটাই আমার মোটিভেশন। এখনও আমি ম্যাচ খেলতে ভালোবাসি। প্রত্যেকটা ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা ম্যাচের উত্তেজনাকে আমি অনুভব করি। প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে খেলি। তাই ম্যাচে মনোনিবেশ করতে কোনও অসুবিধে হয় না।’

চেন্নাই এবার দুর্দান্ত টিম করেছে বলেই মনে করছেন ওয়াটসন। ‘ধোনি, রায়না, জাদেজা যে দলে আছে, তাকে সেরা বলা ছাড়া উপায় নেই। আমার তো মনে হয়, অন্য বছরের চেয়েও আমাদের দল এবার ভালো হয়েছে।’

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।