ফিটনেস আর ভুল নিয়ে কাজ করেছেন সৌম্য

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

শোনা যায়, চন্ডিকা হাথুরুসিংহের খুব পছন্দের ছাত্র ছিলেন সৌম্য সরকার। হাথুরুসিংহে যতদিন বাংলাদেশের কোচ ছিলেন, তাকে আঁকড়ে ধরে রেখেছেন। তিনি চলে যাওয়ার পর দল থেকে বাদ পড়েন সৌম্য। বাদ পড়ার পরের সময়টা সব ক্রিকেটারের জন্যই কঠিন। আবারও পারফর্ম করে জায়গা ফিরে পেতে কত কষ্টই না করতে হয়!

সৌম্যও এই কষ্টটা করেছেন। ঘরোয়া ক্রিকেটে মন দিয়েছেন। সঙ্গে নিজের ফিটনেস আর ভুলত্রুটি সারাতেও ছুটেছেন গুরুদের কাছে। বাদ পড়ার পরের সময়টা কেমন কেটেছে? ব্যক্তিগত অনুভূতিটা অবশ্য পুরোপুরি প্রকাশ করতে চাননি বাঁহাতি এই ওপেনার। শুধু জানিয়েছেন, ‘উপলব্ধি বলতে কয়েকটা ঘরোয়া ম্যাচ খেলেছি, ফিটনেস নিয়ে কাজ করেছি।’

ঘরোয়া ক্রিকেটে খেলার বাইরে আর কি কি কাজ করেছেন এই সময়ে? জানতে চাইলে সৌম্য বলেন, ‘ফিটনেস নিয়ে কিছু কাজ করেছি। এর বাইরে আলাদা কিছু অনুশীলন করেছি। আগের কোচের সাথে (রুশো স্যার), প্রাইম ব্যাংকের আশিক ভাইয়ের সাথেও কাজ করেছি।’

কষ্ট করেছেন, ফলটা এখন মাঠে পেলে তবেই না স্বার্থক হবে পরিশ্রম!

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।