আপাতত সৌম্যর ভাবনায় শুধু টি-টোয়েন্টি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

টেস্ট আর ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন। দীর্ঘ বিরতি কাটিয়ে এবার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। এই ফরমেটটা নিয়েই এখন সব ভাবনা বাঁহাতি এই ওপেনারের।

ওয়ানডে আর টেস্টে রানখরায় ভুগলেও টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে রয়েছেন সৌম্য। সর্বশেষ ছয় ইনিংসেই বড় রান করেছেন, এর মধ্যে তিনটিই চল্লিশোর্ধ্ব ইনিংস। এই ফরমেটে কি একটু বেশিই আত্মবিশ্বাসী মনে হয় নিজেকে?

সৌম্যর উত্তর, ‘চেষ্টা করি। যতক্ষণ থাকি, ততক্ষণ আত্মবিশ্বাস নিয়েই খেলার চেষ্টা করি। এর বাইরে যা খেলেছি, সেখানে ভালো করতে পারিনি বলে মনে হয়েছে আমি হয়তো ব্যাকফুটে চলে গেছি। টি-টোয়েন্টিতে সফল হয়েছি বলে মনে হচ্ছে আত্মবিশ্বাসী ছিলাম। ওই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালো হবে।’

টি-টোয়েন্টি ফরমেটে ভালো করতে পারলে জায়গা ফিরে পেতে পারেন অন্য ফরমেটগুলোতেও। তবে সৌম্য এখনই সবকিছু নিয়ে ভাবতে নারাজ। তিনি আপাতত শুধু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা নিয়েই ভাবছেন, ‘ওই রকমভাবে চিন্তা করছি না। এখন টি-টোয়েন্টি খেলা, চেষ্টা করবো এই দুইটাতে ভালো করার। চেষ্টা করবো এই দুইটাতে ভালো করে এই ফরম্যাটে স্থির হতে।’

বাংলাদেশ দলও যেন টেস্ট আর ওয়ানডের ব্যর্থতা নিয়ে টি-টোয়েন্টি সিরিজে না ভাবে, সেই পরামর্শই সৌম্যর। তিনি বলেন,‘টি-টোয়েন্টিতে এসে ওয়ানডে-টেস্টের কথা চিন্তা করলে প্রভাব ফেলবে। টি-টোয়েন্টিতে কয়েকজন নতুন খেলোয়াড় এসেছে। যারা এতো কিছু নিয়ে ভাবছে না। তাদের মাথায় মনে হয় না, এ সব আছে। এই চিন্তা বাদ দিয়ে যারা খেলবে, তারা ভালো করবে।’

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।