মেয়েকে সঙ্গে নিয়ে অনুশীলনে সাকিব

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

আঙুলের চোটে টেস্ট সিরিজটা খেলতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও সাকিব আল হাসান খেলতে পারছেন না। তবে মাঠে নামতে না পারলেও দলের অনুশীলনে ঠিকই হাজির দেশসেরা অলরাউন্ডার। সেটাও আবার একা নয়, দুই বছর বয়সী মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে।

বাবা অনুশীলন করেননি, তবে অনুশীলনের কিছুই যেন বাকি রাখলো না অব্রি। ছোট ছোট পায়ে মাঠ জুড়ে ঘুরে বেড়ানোর সঙ্গে ফুটবল আর ক্রিকেট বল নিয়েও ছুটোছুটি করতে দেখা গেছে সাকিব তনয়াকে।

shakib

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন চলছে বাংলাদেশ দলের। সাকিব আল হাসান খেলতে না পারায় এই সিরিজে দলকে নেতৃত্ব দিতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ অথবা তামিম ইকবাল।

shakib

দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিটি মিরপুরে ১৫ জানুয়ারি। ১৮ জানুয়ারি সিলেটে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।

এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।