স্কুল ক্রিকেটে ইমরানের ডাবল, সাব্বিরের ৭ উইকেট

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের পিরোজপুর জেলা পর্যায়ের ম্যাচে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে আল ইমরান নামের এক ক্ষুদে ব্যাটসম্যান। ২৪২ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছে হালুয়ারহাট স্কুলের এ ছাত্র।

সোমবার আল ইমরানের মতোই বল হাতে অবিশ্বাস্য কীর্তি গড়েছে তারই সতীর্থ তাইজুল ইসলাম। ২১ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়েছে তাইজুল। এ দুই ক্রিকেটারের দুর্দান্ত পারফরম্যান্সে টেকনিক্যাল স্কুলকে ২৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে হালুয়ারহাট স্কুল।

আল ইমরানের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৩৭৮ রানের পাহাড়-সম পুঁজি পেয়েছিল প্রথমে ব্যাট করা হালুয়ারহাট। ১১৬ বলে ২৪২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে আল ইমরান, যে ইনিংসে ২৫ বাউন্ডারির সঙ্গে ছিল ১৬টি ছক্কার মার।

৩৭৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে তাইজুলের বোলিং তোপে মাত্র ১০২ রানে অলআউট হয়ে যায় টেকনিক্যাল স্কুল। তাইজুলের ৬ উইকেটের সঙ্গে ৩টি উইকেট পেয়েছে ইমরানও।

এদিকে, বল হাতে চমক দেখিয়েছে খুলনা ন্যাশনাল হাই স্কুলের বাঁ-হাতি স্পিনার সাব্বির। খুলনা জেলা পর্যায়ের ম্যাচে মাত্র ২২ রান খরচায় ৭টি উইকেট তুলে নেয় এ ক্ষুদে স্পিনার।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।