অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটার স্মিথ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দলটির অধিনায়ক স্টিভেন স্মিথ। মেলবোর্নে অ্যালান বোর্ডার মেডেলের (অস্ট্রেলিয়ার বর্ষসেরাদের পদক) রাতে এই সম্মাননা পেয়েছেন তিনি। আর ওয়ানডের বর্ষসেরা হয়েছেন অজি দলের মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার।

ভারত এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের দৌঁড়ে সবার আগে চলে এসেছেন স্মিথ। তার নিকট প্রতিদ্বন্দ্বি ছিলেন নাথান লিয়ন। অজি এই অফস্পিনার এই সিরিজগুলোতে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন, ভালো করেছিলেন বাংলাদেশ সফরেও। তবে স্মিথের থেকে ছয় ভোট কম পাওয়ায় পুরস্কারটি জেতা হয়নি তার।

এদিকে, ওয়ানডেতেও স্মিথ বর্ষসেরা নির্বাচিত হওয়ার বড় দাবিদার থাকলেও শেষ পর্যন্ত পুরস্কারটি জিতেছেন ডেভিড ওয়ার্নার। স্মিথের সঙ্গে তিনি পেছনে ফেলেছেন সীমিত ওভারের ক্রিকেটে বছরজুড়েই দুর্দান্ত পারফর্ম করা অলরাউন্ডার মার্কাস স্টোয়নিসকে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না হলেও ব্যাটে-বলে দারুণ একটি বছর কাটিয়েছেন তিনি। পুরস্কারের তাই বড় দাবিদারও ছিলেন।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।