দক্ষিণ আফ্রিকার জরিমানা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

অবশেষে ওয়ানডে সিরিজে জয়ের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ছয় ম্যাচ সিরিজে টানা তিন ম্যাচ ভারতের কাছে হারের পর শনিবার বৃষ্টিবিঘ্নিত চতুর্থ ওয়ানডেতে এসে জিতেছে প্রোটিয়ারা। তবে জয়ের আনন্দে তাদের কাঁটা হয়ে দাঁড়িয়েছে জরিমানা।

ওয়ান্ডারার্সে বাঁচা মরার চতুর্থ ওয়ানডেতে জিতলেও স্লো ওভার রেটের খড়গে পড়েছে দক্ষিণ আফ্রিকা। দলটির অধিনায়ক এইডেন মার্করাম নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করা থেকে এক ওভার পিছিয়ে ছিলেন।

আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, এই ধরণের অপরাধের শাস্তি দলের সব খেলোয়াড়দের ১০ ভাগ এবং অধিনায়কের তার দ্বিগুণ জরিমানা। এতে মার্করামের ম্যাচ ফির ২০ ভাগ কেটে নেয়া হচ্ছে, দক্ষিণ আফ্রিকার বাকি খেলোয়াড়দের ১০ ভাগ করে।

মার্করাম ম্যাচ শেষে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। তবে যদি দক্ষিণ আফ্রিকা আগামী ১২ মাসের মধ্যে আরেকবার এমন অপরাধে দোষী হয় এবং মার্করাম অধিনায়ক থাকেন, তবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন তিনি।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।