ম্যাচে দুই দল সমতায় আছে : সামারাবিরা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

ঢাকা টেস্টে বল ঘুরছে চরকির মতো। প্রথম দিনই দুই দল মিলিয়ে উইকেট পড়েছে ১৪টি। শ্রীলঙ্কাকে ২২২ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশও ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছে। বলা যায়, পরিস্থিতি অনেকটাই লঙ্কানদের পক্ষে। তবে দলটির ব্যাটিং কোচ থিলান সামারাবিরা মনে করছেন, এখনও দুই দল সমানভাবে ম্যাচে আছে।

প্রথম দিন শেষে শ্রীলঙ্কার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সামারাবিরা। বাংলাদেশের সাবেক এই ব্যাটিং কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল, কোন দলকে সুবিধাজনক অবস্থায় মনে হচ্ছে?

জবাবে কোনো ধরণের ঝুঁকি নিতে যাননি সামারাবিরা। সাবেক এই লঙ্কান ব্যাটসম্যান বলেন, 'এটা ভালো প্রশ্ন। আমি মনে করি, ম্যাচটায় এখন ভারসাম্য আছে। কারণ আমাদের এখনও আরও ছয়টি উইকেট নিতে হবে। তারপর আরেক ইনিংস ব্যাট করতে হবে। তাদেরও আরেক ইনিংসে বল করতে হবে। আমার মনে হয়, আমরা ৩০ রান কম করেছি। ঢাকায় ২৪০, ২৫০ ভালো স্কোর। তবে দিনশেষে আমরা ৪টি উইকেট নিয়েছি। আমার মনে হয়, ম্যাচটা এখন সমতায়।'

ঢাকার উইকেট দেখে কি মনে হচ্ছে, ব্যাটসম্যানদের জন্য এই পিচে খেলাটা অসম্ভব হয়ে যাচ্ছে কি? সামারাবিরা অবশ্য এটাকে টিপিক্যাল ঢাকার উইকেটই মনে করছেন। তিনি বলেন, 'না, এটাই ঢাকার পিচ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে আমরা (বাংলাদেশের কোচ থাকার সময়) এই ধরণের পিচেই খেলেছি। আপনি এটাকে খেলার অযোগ্য বলতে পারেন না। তবে চট্টগ্রামের থেকে এখানকার উইকেট আলাদা। টেস্ট ক্রিকেটটা এখন মরে যাচ্ছে, আপনাকে ফল বের করতে হবে। চট্টগ্রামের তুলনায় এই উইকেটে আমি খুশি।'

উইকেট টার্নিং হওয়ায় যেন শ্রীলঙ্কারই বেশি সুবিধা হচ্ছে। লঙ্কান ব্যাটসম্যানরা তো তবু কয়েকজন খেলতে পেরেছেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা এই উইকেটে ভীষণ অস্বস্তিবোধ করছেন।

এটা কি শ্রীলঙ্কার জন্য বাড়তি পাওয়া? সামারাবিরার উত্তর, 'বলা কঠিন। মিরপুর (বাংলাদেশের জন্য) শ্রীলঙ্কার গলের মতো। বাংলাদেশ এখানে প্রাধান্য বিস্তার করে খেলে। কোন দলকে সুবিধা দিচ্ছে বলা কঠিন। আমাদের কাল ভালো করতে হবে।'

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।