সোহান-কাপালির আক্ষেপ, বিফলে নাঈমের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম রাউন্ডের খেলায় আজ আলাদা আলাদা ভেনু্যতে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন আর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ৭ উইকেটে হারিয়েছে কলাবাগানকে। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ১৭২ রানে থেমে যায় কলাবাগান। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের অপরাজিত এক ইনিংস খেলেন মাহমুদুল হাসান লিমন। তবে ব্যাট হাতে ব্যর্থ হন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি করেন মাত্র ১৪ রান।

জবাবে জাকির হাসান (৫৬) আর মেহেদী সিদ্দিকের (৫১) জোড়া হাফসেঞ্চুরিতে ৩৬ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম ব্যাংক।

সাভারের বিকেএসপিতে চার নাম্বার মাঠে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে রূপগঞ্জকে হারিয়েছে শেখ জামাল। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩০ রান তুলেছিল শেখ জামাল। দলের পক্ষে ৯০ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

জবাব দিতে নেমে নাঈম ইসলাম দুর্দান্ত লড়াই করলেও জয় পাওয়া হয়নি রূপগঞ্জের। নাঈম ১১৬ বলে ১১৬ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। কিন্তু রূপগঞ্জ ম্যাচটা হেরে যায় মাত্র ৩ রানে।

এদিকে বিকেএসপির তিন নাম্বার মাঠে খেলতে নেমেছিল মোহামেডান আর ব্রাদার্স। এই ম্যাচটিতেও বড় রান হয়নি। মোহামেডান ৫০ ওভারে মাত্র ৮ উইকেটে ২৩০ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন শামসুর রহমান শুভ। পাকিস্তানের সাবেক ওপেনার সালমান বাট করেন ৬২ রান।

এই পুঁজি নিয়ে জয় পাওয়া হয়নি মোহামেডানের। ১৬ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্য পেরিয়ে যায় ব্রাদার্স। দলের জয়ের নায়ক অলক কাপালি। তিনি ৯৫ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন।

সংক্ষিপ্ত স্কোর

মোহামেডান স্পোর্টিং ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন
মোহামেডান : ৫০ ওভারে ২৩০/৮ (শামসুর রহমান শুভ ৮৪, সালমান বাট ৬২; সোহরাওয়ার্দি শুভ ২/৪০)
ব্রাদার্স : ৪৭.২ ওভারে ২৩২/৫ (অলক কাপালি ৯৫*, জন সিম্পসন ৩৯, সোহরাওয়ার্দি শুভ ৩০*; ইবাদত হোসেন ২/৩১, কাজী অনিক ২/৪২)
ফল : ব্রাদার্স ৫ উইকেটে জয়ী।

কলাবাগান ক্রীড়া চক্র-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
কলাবাগান : ৫০ ওভারে ১৭২/৮ (মাহমুদুল হাসান লিমন ৫০*, তাইবুর পারভেজ ৪৫, মোহাম্মদ আশরাফুল ১৪; দেলোয়ার হোসেন ৩/৩২)
প্রাইম ব্যাংক : ৩৬ ওভারে ১৭৩/৩ (জাকির হাসান ৫৬, মেহেদী সিদ্দিক ৫১, কুনাল চান্দেলা ৪১*; মোহাম্মদ আশরাফুল ১/২৪)
ফল : প্রাইম ব্যাংক ৭ উইকেটে জয়ী।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ
শেখ জামাল : ৫০ ওভারে ২৩০/৯ (নুরুল হাসান সোহান ৯০, মোহাম্মদ হাসানুজ্জামান ৪৯; আসিফ হাসান ৩/২৯)
রূপগঞ্জ : ৫০ ওভারে ২২৭/৮ (নাঈম ইসলাম ১১৬*, নাজমুল মিলন ৫১; আবু জায়েদ রাহি ৪/৪২, সোহাগ গাজী ২/৪২)
ফল : শেখ জামাল ৩ রানে জয়ী।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।