‘এই টেস্টে অবশ্যই ফল হবে’

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

চট্টগ্রাম টেস্টে ব্যাটসম্যানরা বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন। পাঁচ দিনে উইকেট পড়েছে মাত্র ২৪টি। বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টটি। এ টেস্টের উইকেট দেখে শ্রীলঙ্কার অধিনায়ক চান্দিমাল মনে করছেন, এতে অবশ্যই ফল হবে।

চট্টগ্রাম টেস্টের উইকেট নিয়ে হতাশাটা এখনও কাটেনি শ্রীলঙ্কার। প্রথম ইনিংসে ৭১৩ রান করেও যে জয় তুলে নিতে পারেনি সফরকারিরা। ঢাকা টেস্টের আগেও সেই পিচটি নিয়ে কথা বললেন চান্দিমাল। তিনি বলেন, ‘প্রথমত ওটা ব্যাটসম্যানদের জন্য খুবই ভালো পিচ ছিল, তবে বোলারদের জন্য নয়। এটা বরং বোলারদের জন্য দুঃস্বপ্ন ছিল।’

এবারও কি আরও একবার ধুঁকবেন বোলাররা? ঢাকা টেস্টের পিচ দেখে কি মনে হচ্ছে? শ্রীলঙ্কার অধিনায়কের বিশ্বাস, এ টেস্টে অবশ্যই ফল হবে, ‘পিচটা দেখলে বুঝবেন, এতে অবশ্যই ফল হবে। পিচ বেশ শুষ্ক মনে হচ্ছে। স্পিনাররা এখানে অবশ্যই প্রভাব রাখবে। উভয় দলের জন্যই ব্যাপারটা চ্যালেঞ্জিং। এটা চট্টগ্রামের মতো হবে না।’

চট্টগ্রামের পিচের সঙ্গে বড় আর কি পার্থক্য ধরা পড়েছে চান্দিমালের চোখে? লঙ্কান দলপতি অবশ্য ওত বড় পার্থক্য দেখছেন না। চট্টগ্রামের উইকেট দেখেও তারা ধোঁকা খেয়েছিলেন জানিয়ে চান্দিমাল বলেন, ‘আমি উইকেটে খুব বেশি পার্থক্য দেখছি না। দেখতে আগেরটার মতোই। চট্টগ্রামে খেলা শুরুর আগে আমরা ভেবেছিলাম, ওই উইকেটে তৃতীয় দিন থেকে বল টার্ন করবে।’

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।