মাশরাফি টেস্ট খেলার উপযুক্ত : ডেভিড ইয়াং

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৮

ডেভিড ইয়াং, যারা ক্রিকেটের খোঁজখবর রাখেন তাদের কাছে নামটা বেশ পরিচিত। টাইগার ভক্তদের কাছে তো আরও। বাংলাদেশ ক্রিকেটের প্রাণ মাশরাফি বিন মর্তুজার এমন কোনো খবর নেই, যেটা নজরে নেন না ভক্তরা। যিনি এই মাশরাফির হাঁটুতে সাতটি অস্ত্রোপচার করেছেন, তাকে চিনবেন না?

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির এক সম্মেলনে অংশ নিতে ঢাকায় এসেছেন ইয়াং। অস্ট্রেলিয়ান এই শল্যবিদ আজ ঘুরে গেলেন বিসিবিতেও। যেখানে মাশরাফির সঙ্গে অনেকটা অন্তরঙ্গ সময় কাটিয়েছেন তিনি।

শুধু মাশরাফি নন, বাংলাদেশের অনেক ক্রিকেটারকেই চিকিৎসা করেছেন ইয়াং। বিসিবিতে তাই তার খোঁজ নেয়ার লোকের অভাব নেই, তবে মাশরাফির সঙ্গে সম্পর্কটাই সবচেয়ে গভীর।

বিসিবিতে পা রেখে 'রোগী' মাশরাফিকে পেয়ে ভীষণ উচ্ছ্বসিতই দেখা গেল ইয়াংকে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে প্রশংসায় ভাসিয়ে এই চিকিৎসক বলেন, 'মাশরাফি একজন পেশাদার খেলোয়াড়। সে পুরোপুরি খেলা এবং দেশের জন্য নিবেদিতপ্রাণ। তার ক্যারিয়ারের কিছুটা অংশ হতে পেরে আমি আনন্দিত।'

শুধু খেলোয়াড় মাশরাফি নয়, ব্যক্তি মাশরাফিকেও ভীষণ পছন্দ করেন ইয়াং, 'মাশরাফির যে দিকটি আমি পছন্দ করি সেটা হলো, সে খুবই ভালো মানুষ। একইসঙ্গে সে বড় হৃদয়ের মানুষও।'

মাশরাফি দলের সবার যত্ন নেন, সবার কথা আলাদাভাবে ভাবেন। ডেডিভ ইয়াংও সেটা জানেন। এমন একজন নেতা টেস্টেও বাংলাদেশের দরকার ছিল কি না? এমন প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ান শল্যবিদ বলেন, 'প্রতিটি দলেরই নেতা দরকার। সে সবসময়ের নেতা। টেস্ট দলে সবসময়ই তার জন্য স্থান থাকবে। তার সেরা খেলোয়াড় হওয়ার দরকার নেই। একটি দলে তার মতো নেতা দরকার। এই মানুষটি নিয়ে প্রশ্ন তোলার উপায় নেই। এই প্রশ্নের উত্তরে (টেস্ট খেলার বিষয়ে) আমি শুধু 'হ্যাঁ' বলব।'

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।