আফগানিস্তানের কাছে হেরে গেল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০১ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৮

হারের বৃত্ত থেকে বের হতে পারছে না জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া দলটি এবার আফগানিস্তানের কাছে হেরে গেছে। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরে যায় ক্রেমার বাহিনী। এরফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানিস্তান।

সংযুক্ত আরব আমিরাতে টস হেরে ব্যাট করতে নেমে মিরে ও মাসাকাদজার ব্যাটে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল। তাদের জুটি থেকে আসে ৫২ রান। তবে ব্যক্তিগত ১৮ রানে মাসাকাদজা ও ৩৪ রানে মিরে ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। শেষ দিকে ওয়ালার ২৭ রান করলে ১২০ রানের সংগ্রহ পায় দলটি।

আফগানদের পক্ষে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন লেগ স্পিনার রশিদ খান। দুটি উইকেট নেন শারাফউদ্দিন আশরাফ। একটি করে উইকেট নেন মোহাম্মদ নবি, আফতাম আলম ও গুলবাদিন নায়েব।

১২১ রানের জবাবে বাট করতে নেমে মাত্র ১৪.৪ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা। মোহাম্মদ নবি ২৭ বলে খেলেন ৪০ রানের ঝড়ো ইনিংস। ব্যাট-বলে নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ নবি।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।