‘হালুম’ নিয়ে বইমেলায় হাজির সাকিব

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৮

তিনি সাকিব আল হাসান, তিনি অলরাউন্ডার। কোনো ডিপার্টমেন্টেই তাকে হারানো সম্ভব নয়-খেলার মাঠেই বলুন কিংবা মাঠের বাইরে। বাংলাদেশকে বিশ্ব দরজায় আলাদা করে চেনানো সাকিবের এবার আরেকটি পরিচয় জানলো সবাই, তিনি শুধু খেলোয়াড় নন, লেখোয়াড়ও!

শিশুদের জন্য সাকিব একটি বই লিখেছেন। ‘হালুম’ নামের সেই বইটি যে এবার বইমেলায় আসছে সেটা জেনে গিয়েছিলেন সবাই। তবে শত ব্যস্ততার মাঝেও নিজের বইয়ের প্রচারণায় সাকিব যে বইমেলায় হাজির হবেন, সেটা জানতো ক'জন?

হ্যাঁ, বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক আজ সন্ধ্যায় নিজের বই ‘হালুম’ নিয়ে স্বশরীরে হাজির হয়েছিলেন বইমেলায়। ভক্ত-সমর্থক সবাইকে বই পড়ার উৎসাহ দিয়েছেন। সময় কাটিয়েছেন দারুণ আনন্দে।

তিনি বাংলাদেশের 'টাইগার', হালুম শব্দটা তো সাকিবের মুখেই সবচেয়ে বেশি মানায়!

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।