তামিমকে ছাড়িয়ে শীর্ষে মুমিনুল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৮

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুলের ব্যাটে ভর করেই ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে চাপের মধ্যে ব্যাট করে এরই মধ্যে তুলে নিয়েছে হাফ সেঞ্চুরি। আর এতেই নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তামিম ইকবালকে ছাড়িয়ে এক টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান এখন টাইগারদের টেস্ট স্পেশালিষ্ট এই ব্যাটসম্যানের।

এ রেকর্ডটি এতদিন ছিল তামিমের। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ২৫ করার পর দ্বিতীয় ইনিংস ২০৬ রান করে এক টেস্টে ২৩১ রান করেন এই ওপেনার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৭৬ রান করার পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছেন মুমিনুল। লাঞ্চ পর্যন্ত অপরাজিত আছেন ৭০ রানে। এখন পর্যন্ত ২৪৬ রান করে তামিমকে টপকে গেছেন এই তারকা।

এরপরই ছিলেন সাকিব। ওয়েলিংটনে গত বছর ২১৭ করার পর দ্বিতীয় ইনিংসে অবশ্য আউট হয়ে গিয়েছিলেন কোনো রান না করেই। আর চতুর্থ অবস্থানে থাকা মোহাম্মদ আশরাফুল ২০১৩ সালের গল টেস্টে ১৯০ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে ২২ রানে অপরাজিত থাকেন। দুই ইনিংসে তার রান ছিল ২১২।

এমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।