জন্মদিনেও ডাবল সেঞ্চুরির অভিশাপ ঘুচল না মেন্ডিসের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫০ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৮

সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন আগের দিনই। এমন ব্যাটিং উইকেটে একটু দেখেশুনে খেললে যে সেটা পেয়েও যাবেন, জানা ছিল কুশল মেন্ডিসের। ২৩তম জন্মদিনের উপলক্ষ্যটা রাঙিয়ে রাখতে তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়েও ফেললেন লঙ্কান দলের এই ব্যাটিং বিস্ময়।

আনন্দটা স্থায়ী ছিল অনেকটা সময়। ১৫০/১৬০ করে আউট হলেও হয়তো জন্মদিনের উৎসবটা মাটি মনে হতো না মেন্ডিসের। কিন্তু শেষটায় এসে যা হলো, তাতে পাওয়ার মাঝেও না পাওয়ার বেদনা ঘিরে না ধরে উপায় নেই। তাইজুল যে তার জন্মদিনের উৎসবটাই পন্ড করে দিলেন!

নার্ভাস নাইনটিজে এর আগেও কাটা পড়েছেন মেন্ডিস। এই সময় যেন স্নায়ুটা ধরে রাখতে পারেন না। এই বাংলাদেশের বিপক্ষেই একবার ১৯৪ রানে আউট হয়েছিলেন। সেটাও বেশিদিন আগের কথা নয়, গত বছরের মার্চে গলে। এবার চট্টগ্রামে এসে আউট হলেন ১৯৬ রানে।

মেন্ডিস হয়তো ভেবেছিলেন বাউন্ডারিতেই ডাবল সেঞ্চুরি উদযাপন করবেন। ডাউন দ্য উইকেটে গিয়ে তাইজুলকে তুলে মেরেছিলেন। পেছন থেকে দৌঁড়ে গিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়ে নেন মুশফিকুর রহিম। তাতেই আরও একবার স্বপ্নভঙ্গ মেন্ডিসের।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।